আসন্ন টেরীবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবগঠিত নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

আসন্ন টেরীবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবগঠিত নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার আ.জ.ম. নাছির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন টেরীবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবগঠিত নির্বাচন কমিশনের মতবিনিময় সভায়  সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইন’র সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমিতির মিলনায়তনে ১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আ.জ.ম. নাছির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অহিদ সিরাজ চৌধুরী স্বপন সিআইপি, অন্যান্য কমিশনারবৃন্দ আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, আলহাজ্ব শামসুল আলম, আলহাজ্ব মুহাম্মদ মুসা। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আবসার, আলহাজ্ব ফজল আহমদ, আলহাজ্ব মাহবুবুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন, আলহাজ্ব আবুল কালাম কালু, এস.এস.এস. বাহাদুর, আব্দুল করিম, আলহাজ্ব নুরুল কবির, মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ দিদারুল আলম, হাফেজ মুহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাশেদুল করিম ও মোহাম্মদ কামরুল হাসান প্রমূখ।