অনলাইন দুনিয়ায় ঝড় তোলা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের নতুন ভিডিও প্রকাশ হয়েছে। ভ্রু নাচিয়ে লাখো হৃদয়ে ঝড় তোলার পর এবার দেখা গেছে আঙুলকে পিস্তুলের মতো করে সেই যুবকের দিকে গুলি করতে।
নতুন ভিডিওটি মঙ্গলবার প্রকাশ করার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাত্র তিন দিন আগে প্রকাশ হয়েছে প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’নামের একটি মালায়লাম ছবির গানের দৃশ্য। সেই গানে প্রিয়া ভ্রু নাচিয়ে ঝড় তোলেন অনলাইন দুনিয়ায়।
একদিনেই ইনস্টাগ্রামে প্রিয়ার ফলোয়ারের সংখ্যা হয় ৬০ লাখ ৬ হাজার। এমন রেকর্ড প্রিয়ার আগে মাত্র দুজন গড়েছেন।
হঠাৎ করেই তারকাখ্যাতি পেয়েছেন ১৮ বছরের তরুণী প্রিয়া। ২৯ সেকেন্ডের ভিডিও ক্লিপিং ঝড় তোলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে।
এবার প্রকাশ হয়েছে ৪৪ সেকেন্ডের নতুন ভিডিও। মূলত প্রিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘অরু আদার লাভ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান নতুন ভিডিওটি প্রকাশ করেছে।
প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন প্রিয়া। তবে ছবিটিতে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্য একজন। ১৮ বছরের তরুণী প্রিয়া বসবাস করেন কেরালার ত্রিচুরে।
পরিবার আর কাছের বন্ধুরা তাকে রিয়া নামে ডাকেন। বিমলা কলেজে প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া।
পড়ালেখার পাশাপাশি র্যাম্প মডেল হিসেবে কাজ করেন প্রিয়া। এছাড়া নৃত্যশিল্পীও তিনি। ভ্রু নাচানোর কৌশল নাচ থেকেই রপ্ত করেছেন। প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’ছবিটি মুক্তি পাবে আগামী মার্চে।