আলোকিত সাতকানিয়া’য় সংবাদদাতা ও মার্কেটিং এক্সিউটিভ নিয়োগ

চট্টগ্রামের সাতকানিয়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ও ম্যাগাজিন পত্রিকা “আলোকিত সাতকানিয়া’’  এর জন্য সাতকানিয়ার প্রত্যেক ইউনিয়ন থেকে সংবাদদাতা ও চট্টগ্রামে শহরের জন্য মার্কেটিং এক্সিউটিভ নিয়োগ দেয়া হবে।

সংবাদদাতার ক্ষেত্রে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন আলোচনা সাপেক্ষে। 

মার্কেটিং এক্সিউটিভ পদে  অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন আলোচনা সাপেক্ষে। 

আগ্রহী প্রার্থীরা ই-মেইলে ছবিসহ বায়োডাটা পাঠােনার ঠিকানা: alokitosatkanianews@gmail.com
ফেসবুক :Alokito Satkania

সরাসরি যোগাযোগ করার ঠিকানা:  ৯২, মোমিন রোড,  ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে, শাহ আনিস মসজিদ মার্কেট ২য় তলা, জামালখান, চট্টগ্রাম  আলোকিত সাতকানিয়ার অফিস।

মোবাইল ফোনে # ০১৯৭৯- ৮৫৯ ৯৯৮৩,