পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের হিজরী বর্ষের র‌্যালি

পটিয়া সাতগাছিয়া ঐতিহ্যবাহী সংগঠন হযরত আবুল খায়ের সুলতানপুরী (রা.) এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, উপদেষ্ঠা পরিষদ, ছাত্র পরিষদ, ডবিøউ এম কে ট্রাস্ট ও সকল শাখা কমিটির যৌথ উদ্যোগে দরবার শরীফ থেকে হিজরী ১৪৪০ আগমন উপলক্ষে স্বাগত র্যা লি বের করা হয়েছে। দরবার শরীফের এ স্বাগত র্যা লি সাতগাছিয়া দরবার শরীফ হতে শুরু করে পটিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতগাছিয়া দরবার শরীফে এসে মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। উক্ত র্যা লি তে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা আবুল মাকছুম মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী। এতে আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সদস্য সৈয়দ মিয়া, বোরহান উদ্দীন সোহেল, সাইফুদ্দীন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক আবু জাহেদ বাবু, যুগ্ম সম্পাদক একরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুস সোবহান, রাশেদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সোহেল সওদাগর, সেলিম উদ্দীন, প্রচার সম্পাদক ইব্রাহীম ফাহিম, আবুল হাশেম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, আরমান হোসেন, তৌহিদুল ইসলাম, হান্নান হোসেন সাদ্দাম, বেলাল উদ্দীন প্রমুখ। র্যালি শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আহমদ হোসাইন আল কাদেরী। আগামী ৯ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।