আরশির সঙ্গে অভিনয় করছেন না প্রভাস

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করছেন তিনি। সম্প্রতি এমন খবরেই সরগরম হয়ে ওঠে বিনোদন জগত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগ বাজেটের সিনেমায় তিনি ডেবিউ করছেন বলেও জানিয়েছেন আরশি খান। এবার টুইট করেও জানিয়েছেন সেই কথা। কিন্তু, সত্যিই কি প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিগ বসের এই প্রতিযোগী?

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আরশি কে, সেটাই নাকি জানে না প্রভাস। তাই ‘বাহুবলী টু’ অভিনেতার সঙ্গে আরশির স্ক্রিন শেয়ার তো দূরে থাক, এ বিষয়ে কোনও আভাস তাদের কাছে নেই বলেও প্রভাস নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা কেন করছেন আরশি খান?
বলিউডের একাংশের কথায়, এই প্রথমবার নয়, যখন কোনও বিষয় নিয়ে উলটাপালটা মন্তব্য করলেন আরশি। এর আগে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের মা হচ্ছেন বলেও দাবি করেন আরশি। শেষ পর্যন্ত যার কোনও ভিত্তি পাওয়া যায়নি।