আরও তিন স্থায়ী কমিটির সভাপতি মনোনীত

জাতীয় সংসদে গঠিত ৩টি স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রামের তিনজন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) গঠিত স্থায়ী কমিটিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

এছাড়া মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংসদ সদস্য ডা. আফছারুল আমিনকে। গতবারও তিনি এ মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন।

জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়।