আবারো ‘দাবাং থ্রি সোনাক্ষীর

বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজির একটি ‘দাবাং’। ২০১০ সালে মুক্তি পেয়েছিলো সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। সোমবার সিনেমাটির মুক্তির ১০ বছর পূরণ হয়েছে। আর এই দিনটি উদ্যাপন করতে মুম্বাইতে এক হয়েছিলেন ‘দাবাং’র পুরো ইউনিট। ছিলেন সালমান ও সোনাক্ষীও। আর জানা গেলো আগামী বছরে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’। সালমান-সোনাক্ষী দু’জনই আলাদাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টির স্থিরচিত্র পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। সালমান খান নিজের ইনস্ট্রাগ্রামে লেখেন, ‘দাবাং’র আট বছর হয়ে গেছে। এত ভালবাসা দেওয়ার জন্য রাজ্জো ও চুলবুল পান্ডের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। দাবাং থ্রি নিয়ে দেখা হচ্ছে আগামী বছর। এর মাধ্যমে ভক্তরা সালমানের সঙ্গে তৃতীয়বারের মতো সোনাক্ষীকে রূপালি পর্দায় দেখতে পাবেন। শুরুতে শোনা গিয়েছিলো আগের দুই কিস্তিতে(দাবাং ও দাবাং টু) সালমানের সঙ্গে সোনাক্ষীকে দেখা গেলেও তৃতীয় কিস্তিতে দেখা যাবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তবে বছর দুয়েক আগে ‘দাবাং থ্রি’র প্রযোজক-পরিচালক আরবাজ খান সিনেমাটিতে সালমামের বিপরীতে সোনাক্ষীর অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছিলেন।