আফ্রিদিকে বিয়ের প্রস্তাব এবার আরশির

আরশি খান। পাকিস্তানি মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে হঠাৎ করেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ করে খবরের শিরোনাম হন তিনি। এরপর ২০১৭ সালের মার্চে আরশি দাবি করেন তার গর্ভে আফ্রিদির সন্তান। পরে একই বছরের নভেম্বরে জানান, প্রচারের আলোয় আসার জন্যই ওই কথা বলেছিলাম।

মাঝে অনেকদিন বিরতির পর আবারো আলোচনায় উঠে এসেছেন আরশি খান। ঘনিষ্ঠ সম্পর্ক, গর্ভের বাচ্চার পর এবার শহিদ আফ্রিদিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন।

ওই সাক্ষাৎকারে আরশি বলেন, আফ্রিদিকে ভালোবাসি, আর শহিদও আমাকে ভালোবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। তাই আমি এই ব্যাপারে টুইট করেছি।

আরশি এখানেই থেমে থাকেননি এগিয়ে গিয়ে আরো বলেন, ভালোবাসলে ভয় কীসের? পাকিস্তানের সংবাদপত্রে তো শহিদ- আরশিকে বিয়ে করতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এ রকমই (বিয়ে) হবে।
আরশি জানান টুইট করার পর থেকে ওর সঙ্গে কথা তো হয়নি, কিন্তু শহিদও এটাই চায়। আর আমার টুইটের উত্তর এখনও আসেনি এলে সবার আগে মিডিয়া জানতে পারবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জিনিউজের মাধ্যমে শহিদকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।