আপিল করবেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার আপিলের জন্য রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র বাতিলের আদেশ কপি সংগ্রহ করেছেন।

চট্টগ্রামে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গতকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ১০ জন। চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে বিএনপি, জাসদ, এলডিপিসহ বিভিন্ন দলের ৪৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। আজ আপিলের শেষ দিন। বাতিল হওয়া বিএনপির সব হেভিওয়েট প্রার্থী আজ আপিল করবেন বলে জানা গেছে। এছাড়াও অন্যান্য দলের সংক্ষুব্ধ এবং স্বতন্ত্র অনেকেই আজ শেষদিনে আপিল করবেন বলে জানিয়েছেন। গত দুইদিনে চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা-চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছ থেকে ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিলের আদেশ কপি সংগ্রহ করেছেন।

আলােকিত সাতকানিয়া/এইচএম