আন্তর্জাতিক দিবস: নভেম্বর ও ডিসেম্বর

নভেম্বর

১ নভেম্বর= বিশ্ব নৌ-দিবস।

১০ নভেম্বর= শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস।

১২ নভেম্বর= বিশ্ব স্থাপত্য দিবস/ বিশ্ব নিউমোনিয়া দিবস।

১৪ নভেম্বর= বিশ্ব ডায়াবেটিস দিবস/আন্তর্জাতিক কন্যা দিবস।

নভেম্বর মাসের তৃতীয় রবিবার= সড়ক দুর্ঘটনা স্মরণে বিশ্ব দিবস।

নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার= বিশ্ব দর্শন দিবস।

১৬ নভেম্বর= আন্তর্জাতিক সহিষ্ণুতা বা সহনশীলতা দিবস।

১৭ নভেম্বর= বিশ্ব ছাত্র দিবস।

২০ নভেম্বর= আফ্রিকার শিল্পায়ন দিবস/বিশ্ব শিশু অধিকার দিবস/সর্বজনীন (Universal) দিবস।

২১ নভেম্বর= বিশ্ব টেলিভিশন দিবস।

২৫ নভেম্বর= আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

ডিসেম্বর

১ ডিসেম্বর= বিশ্ব এইডস দিবস।

২ ডিসেম্বর= আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস।

৩ ডিসেম্বর= আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস/ আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার বন্ধ দিবস।

৫ ডিসেম্বর= আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস/ বিশ্ব মৃত্তিকা দিবস।

৭ ডিসেম্বর= আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।

৯ ডিসেম্বর= আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

১০ ডিসেম্বর= বিশ্ব মানবাধিকার দিবস/ আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস।

১১ ডিসেম্বর= আন্তর্জাতিক পর্বত দিবস।

১৮ ডিসেম্বর= বিশ্ব শরণার্থী দিবস।

১৯ ডিসেম্বর= সাউথ সাউথ ডে/ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় জাতিসংঘ দিবস।

২০ ডিসেম্বর= আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস।