চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফজলের নামাজ পড়তে মসজিদে যাওয়র সময় বন্যহাতির আক্রমণে আব্দুর রহমান (৭০) নামে এক বৃদ্ধে মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান একই এলাকার মৃত আলতাফ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাশঁখালী পাহাড় থেকে গত কয়েক সপ্তাহ আগে আনোয়ারার দেয়াং পাহাড়ে কয়েকটি বন্যহাতি অবস্থান নেয়। প্রতিদিন সন্ধ্যা নামলেই হাতিগুলো উপজেলার বটতলী, বৈরাগ, বারশতসহ বিভিন্ন গ্রামে খাবারের খোঁজে ঢুকে পরে। সম্প্রতি হাতিগুলো বসতঘর, ফসলি জমি, ক্ষেত-খামার, এক মহিলাকে আহতসহ বিভিন্ন স্থাপনা প্রতিদিন ক্ষয়ক্ষতি করছে। স্থানীয়দের দাবী, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এখনো পর্যন্ত বন্যহাতিগুলো নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা করছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাদ্দাম বৈরাগ বলেন, বাড়ি থেকে বেরিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে আব্দুর রহমানকে আক্রমণ করে বন্যহানি। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, বাঁশখালী থেকে আনোয়ারার দেয়াং পাহাড়ে কিছু বন্যহাতি আশ্রয় নেয়। তারাই মূলত এলাকায় মানুষের ক্ষয়-ক্ষতি করছে। হাতিগুলোকে বন বিভাগের পক্ষ থেকে দ্রুত সরিয়ে নেওয়া উচিত। অন্যথায় ক্ষয়-ক্ষতি আরও বেশি হবে। আমরা প্রতিদিন বন্যহাতির ভয়ে ঘরে ঘুমাতে পারি না। প্রতিরাতে পাহারা দিতে হয়।
বন বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রতিদিন আমাদের লোক ঐখানে যায়। হাতিগুলোকে নিয়ন্ত্রণ আনতে একটু কষ্ট হয়। তাই একটু সময়ের প্রয়োজনও আছে। হাতির আক্রমণে নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহয়োগিতা প্রদান করা হবে।