আনোয়ারায় শ্রবণশক্তিহীন শিশুদের পাশে ভূমি প্রতিমন্ত্রী

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গৃহীত প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারি থেকে ‘শ্রবণ প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্র’র ব্যয়ভার বহনের জন্য অর্থায়ন করা হবে না। ফলে শিশু বিকাশ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এতে দিশেহারা হয়ে পড়েছেন শ্রবণশক্তিহীন শিশুর অভিভাবক ও শিক্ষকরা। এসময় তাঁরা স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দ্বারস্থ হলে তিনি কেন্দ্রের যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগত তহবিল থেকে বহন ও আধুনিকায়নে উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করেন। গত শনিবার তিনি এই প্রতিশ্রুতি দেন।

জানা যায়, আনোয়ারা উপজেলার হাইলধরস্থ মালঘর বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সংশপ্তক ২০১৪ সালে ডিসিডব্লিউ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা করে ‘শ্রবণ প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্র’। এই প্রকল্প থেকে কেন্দ্রের যাবতীয় ব্যয়ভার বহন করা হত।

পাঁচবছর মেয়াদী এই প্রকল্প শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। ফলে জানুয়ারি থেকে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। এতে অনিশ্চয়তায় পড়ে এই কেন্দ্রের শ্রবণশক্তিহীন ৩০ ছাত্রছাত্রী ও দুই শিক্ষক। এ কারণে তাঁরা দেখা করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে। তিনি কেন্দ্রের যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগত তহবিল থেকে বহন ও আধুনিকায়নে উদ্যোগ নেয়ার ব্যাপারে আশ্বাস দেন।

জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, শ্রবণশক্তিহীন শিশুদের মানসিক বিকাশে কেন্দ্রটি চালু রাখা খুবই প্রয়োজন। কেন্দ্রটি যাতে বন্ধ না হয় শিক্ষকদের বেতন ভাতাসহ যাবতীয় ব্যয়ভার আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করব এবং কেন্দ্রটি আধুনিকায়নে উদ্যোগ নেব।