বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। নৈতিক শিক্ষা অর্জনের জন্য ধর্মীয় মূল্যবোধের কোন বিকল্প নেই। তিনি বলেন, সরকার নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি জেলা–উপজেলা মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামে গঞ্জে গণশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বিগত প্রায় দুই দশক ধরে সাতকানিয়া–লোহাগাড়াসহ দেশের প্রত্যন্ত এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি গত ১০ জুলাই সাতকানিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সানাউল্লাহ, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা রুবেল রাজ, সাতকানিয়া পৌর কাউন্সিলর মোজাম্মেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোহাম্মদ ইমরান, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, খন্দকার মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আসাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইদ্রিচ, মোহাম্মদ আয়াজ, মোহাম্মদ জাহেদ, মহিলা নেত্রী নার্গিস আক্তার মুন্নী, জিনিয়া আক্তার, হামিদা আক্তার, রেহেনা আক্তার প্রমুখ।