সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম’র সংবর্ধনা পাচ্ছেন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও তার সহধর্মিনী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টায় নগরীর আসকার দীঘিরপাড়স্থ রীমা কনভেনশন সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাতকানিয়া্ সমিতি পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম’র আহবায়ক অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও সাতকানিয়া পৌরসভার মেয়র, সাতকানিয়া সমিতি-চট্টগ্রাম’র সদস্য সচিব মোহাম্মদ জোবায়ের।
অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৮টায় প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।