আজ ফাইনালে মুুখোমুখি সাতকানিয়া বনাম নাসিরাবাদ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৭তম গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নাসিরাবাদ সরকারি হাই স্কুল ও সাতকানিয়া আদর্শ মডেল স্কুল ফাইনালে মুুখোমুখি হবে। গতকাল বুধবার অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে সাতকানিয়া মডেল স্কুল ৭-০ গোলে হালিশহর গরীবে নেওয়াজ স্কুলকে এবং দ্বিতীয় সেমি ফাইনালে নাসিরাবাদ সরকারি স্কুল ৩-০ গোলে ফটিকছড়ির বখতপুর দায়রাবাড়ি স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠে। এদিকে ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত কাবাডি বালক গ্রুপের ফাইনালে শাহওয়ালী উল্লাহ ইন্সটিটিউট ৪২-১৪ পয়েন্টে আবদুল হামিদ সওদাগর স্কুলকে, বালিকা গ্রুপের ফাইনালে এয়াকুব আলী বালিকা স্কুল ৩৮-৯ পয়েন্টে কাপাসগোলা বালিকা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল বালক গ্রুপের ফাইনালে সীতাকু- আবাসিক স্কুল ২-১ গোলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হ্যান্ডবল বালিকা গ্রুপের ফাইনালে হাটহাজারী বালিকা স্কুল ২-০ গোলে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে জেলার শিরোপা অক্ষুন্ন রাখে।