আজ মঙ্গলবার ২ আক্টোবর পটিয়ায় আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জমান (ক.) র বড় মিয়া সৈয়ধ সোলাইমান শাহ্ (ক.)র বেছাল বার্ষিক ওরশ শরীফে গাউছে আমির ভান্ডারী আশেকান পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। ওরশ শরীঢে সদারত ও আখেরী মোনাজাত করবেন সৈয়দ মু. ফরিদুল আবছার শাহ আমিরী (ম.)। ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ-মাহফিল, জিয়ারত, তবরুক বিতরণ ও আখেরী মোনাজাত। ওরশ শরীফে সকল আশেক ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য গাউছে আমির ভান্ডারী আশেকান পরিষদের পক্ষ থেকে আহবান জানিয়েছেন।