আজকের শিশুরাই আগামী দিনে দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে -রিজিয়া রেজা চৌধুরী

সাতকানিয়া-লোহাগাড়া’র বিশিষ্ট নারী নেত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, এমপি নদভী পত্নী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর থেকে দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের জাতীয় নেতা হবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। তাই জাতির ভবিষ্যত শিশুকে সু শিক্ষায় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আমরা এমন কোন শিক্ষা শিশুদের দিবো না যে শিক্ষা দ্বারা তারা ভবিষতে বিপদগামী হতে পারে।
তিনি আজ ১০ এপ্রিল বেলা ১২টায় সাতকানিয়া উপজেলার ছদাহা আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,স্থানীয় সাংসদ একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সদস্য খানে আলম মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার শামশুল আলাম, সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুপ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্কুলের প্রধান শিক্ষক দীলিপ কুমার নাথ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, সাতকানিয়া উপজেলা মহিলা নেত্রী নার্গিস আক্তার মুন্নী, হামিদা বেগম,সম্পা দেবী সোমা, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, মোহাম্মদ ইদ্রীছ,সাগর,মফিজুর রহমান প্রমুখ।