বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর’বিমান এজি সিক্স হান্ড্রেড প্রথমবারের মতো আকাশে উড়েছে। চীনের তৈরি এই বিমানটি গতকাল রোববার আকাশে ওড়ে। এই উভচর বিমান অর্থাৎ যা মাটিতে এবং জলে নামতে পারে, প্রায় বোয়িং-৭৩৭ এর মতো বড়। আর এটির দুই পাখার বিস্তার প্রায় ৪০ মিটার। খবর বিবিসির।
‘কুমলং’ নামের এই বিমানটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুলাই বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। এটি ৪০ জন যাত্রী বহন করতে পারে এবং একবার জ্বালানি নিয়ে একটানা ১২ ঘণ্টা উড়তে পারে।
এটি অগ্নিনির্বাপণ এবং সামুদ্রিক উদ্ধার কাজ চালানোর কাজ করবে। কিন্তু বিমানটিতে সামরিক প্রযুক্তিও বসানো আছে, যা দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকাগুলোয় কাজে লাগানো যেতে পারে।
এই সাগরের যে এলাকাগুলো চীন তার নিজের বলে দাবি করে- তার সর্ব দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেতে পারবে বিমানটি।
বিমানটির উড্ডয়ন ও প্রত্যাবর্তনের খবর চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয়। সেখানে দেখা যায় আর জনতা পতাকা দুলিয়ে এটি স্বাগত জানাচ্ছে। এসময় সামরিক সঙ্গীত বাজছিল।
এই বিমানটি তৈরি করতে সময় লেগেছে আট বছর।
এ ধরনের উভচর বিমান তৈরি ঘটনা এবারই প্রথম নয়। ১৯৪৭ সালে আমেরিকান ‘এভিয়েটর’ হাওয়ার্ড হিউজেস অবশ্য এর চেয়েও বড় একটি উভচর বিমান তৈরি করেছিলেন। কিন্তু সেটি আকাশে উড়েছিল একবারই। তাও মাত্র ২৬ সেকেন্ডের জন্য।