নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামের চারপাশের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল মঙ্গলবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, ঝুলন কুমার দাশ, বিপ্লব দাশ, অসীম বড়ুয়া, ফিউশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর মালিক লায়ন এম এ হোসেন বাদল, স্থপতি জেরিনা হোসেন ও টিম আর্কিটেকট অরিত্র দে অর্ক ও স্থপতি আর্শিমান দাশ মেয়রের সাথে ছিলেন।
আউটার স্টেডিয়াম এলাকা দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও দখলদারদের দখলে ছিল। ময়লা আবর্জনার স্তূপ থাকত এখানে। ফলে এই সড়কে চলাচলকারী নাগরিকদের ভোগান্তি পোহাতে হত। আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হওয়ার পর জায়গাটি সৌন্দর্যবর্ধনের আওতায় আনেন। এখানে হাঁটা-চলার জন্য ফুটপাতে বোডিং টাইলস স্থাপন, ফুলের বাগান, আলোকায়ন, বসার স্থান, ফুড জোন, অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, বাস বে, সিএনজি বে, মোটর সাইকেল বে, যাত্রী ছাউনি, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশ বঙ স্থাপন এবং দৃষ্টিনন্দন বাগান সৃষ্টি করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকায় নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে নগরবাসী।
পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতি নিয়ে চসিকের প্রকৌশলী-কর্মকর্তা ও কাজের ডিজাইন ফার্মের কর্মকর্তা ও কনসালটেন্টের সঙ্গে কথা বলেন। অবশিষ্ট কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগাদা দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন তিনি। পরে মেয়র আউটার স্টেডিয়ামে নবনির্মিত সুইমিং পুল পরিদর্শনে যান।
ফিউশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে ফুটপাতে হতদরিদ্র জনগণের জন্য একটি মুসাফিরখানা করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে এসে যারা রাতে ফুটপাতে ঘুমায়, তাদের জন্য ৩-৫ দিন থাকা-খাওয়া ও কাজের তথ্য দেওয়া হবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের মালিক ডিজাইনার লায়ন এম এ হোসেন বাদল জানান।
আলােকিত সাতকানিয়া/এইচএম