আইনের শাসন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের(ডব্লিউজেপি) আইনের শাসন সূচক ২০১৭-১৮ তে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

বুধবার প্রকাশিত এই সূচক বিশ্বের ১১৩ দেশের এক লাখ ১০ হাজার পরিবার এবং তিন হাজারেরও বেশি বিশেষজ্ঞের ওপর চালানো জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

এক্ষেত্রে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত বাহিনী, দেওয়ানি বিচারব্যবস্থা ও ফৌজদারি বিচারব্যবস্থাসহ ৪৪টি চলক বিবেচনায় নেওয়া হয়েছে।

বিশ্বের ১১৩টি দেশের মধ্যে ১০২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় ১০২ নম্বরে থাকলেও নিম্ন মধ্য আয়ের ৩০ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ২৪তম। ২০১৬ সালে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩তম।

সবশেষ প্রকাশিত সূচকে ডেনমার্ক প্রথম, নরওয়ে দ্বিতীয় এবং ফিনল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ভেনিজুয়েলা ১১৩তম, কম্বোডিয়া ১১২তম এবং আফগানিস্তান ১১১তম অবস্থানে রয়েছে।

এই সূচকে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল ৫৮তম, শ্রীলঙ্কা ৫৯তম, ভারত ৬২তম, মিয়ানমার ১০০তম ও পাকিস্তান ১০৫তম অবস্থানে রয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১১তম ও ১৯তম এবং রাশিয়া তিনধাপ এগিয়ে ৮৯তম অবস্থানে রয়েছে এই সূচকে।

সূচকটি তৈরি করেছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের গবেষক দল। এই দলে ছিলেন জুয়ান কারলোস বোটেরো, মার্ক ডেভিড অ্যাগর‌্যাস্ট ও অ্যালেজ্যান্ড্রো পন্স। এই প্রতিবেদনের প্রধান গ্র্যাফিক ডিজাইনার হিসেবে ছিলেন প্রিয়া খোসলা। প্রধান ওয়েবসাইট ডিজাইনার হিসেবে ছিলেন ড্যান ম্যাকক্যারি।