আইনি প্রক্রিয়ায় সব অপরাধীর বিচার করা হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক : সকল অপরাধীদের বিচার করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার (১৯ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। তাদের কারণে এ দেশ ধন্য হয়েছে।’

এ সময় ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের হাতে  সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা এবং আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। শেষে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন ধর্ম উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তাফা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি হিরণ সরওয়ারসহ অনেকে।