অাগামী সংসদ নির্বাচনে অাবারও নৌকা পাচ্ছেন আবু রেজা নদভী

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবরকম প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। নির্বাচনে চার সম্ভাবনা মাথায় রেখে প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি-বিদেশি একাধিক সংস্থার মাধ্যমে করা জরিপ, সাংগঠনিক ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের সমন্বয়ে ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। প্রস্তুতকৃত তালিকার মধ্যে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বেফাঁস মন্তব্য এবং শারীরিক অসুস্থার কারণে মনোনয়ন তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন । শেখ হাসিনা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।” এ ছাড়া অন্যকোনো নেতা একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা, মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য এবং একাধিক গোয়েন্দা সূত্রে খোঁজখবর করে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।”

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র মতে, শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে কোন আসনে কাকে নৌকার টিকেট দেবেন তার তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্টদের সবুজ সংকেত দিয়েছেন। তবে বর্তমান কোনো সংসদ সদস্যকেই তিনি প্রার্থী না করার কথা বলেননি।।

এ অবস্থায় অনেক আসনে একাধিক প্রার্থী সবুজ সংকেত পাওয়ার কথা বলছেন। এবারকার মনোনয়ন ১৯৯৬ সাল এবং ২০০৮ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নেতাদের ব্যাপারে বিশেষ খোঁজখবর করা হয়েছে।”
একান্ত গোপনীয়তার সঙ্গে শেখ হাসিনা নিজে এসব তদারকি করছেন। বর্তমান এমপিদের বদলে যেসব আসনে পুরনো বা নতুন মুখ আসবে সেসব আসনে ওসব প্রার্থীদের আগামী মাসের শুরুতে সরাসরি মাঠে নামানো হবে বলে জানা গেছে। এরইমধ্যে তাদের তৃণমূলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম’র যেসব সংসদ সদস্যের প্রার্থিতা নিশ্চিতের খবর পাওয়া গেছে:
১। চট্টগ্রাম-১ : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২। চট্টগ্রাম-৩ : মাহফুজুর রহমান মিতা।
৩। চট্টগ্রাম-৪ : দিদারুল আলম।
৪। চট্টগ্রাম-৬ : এ বি এম ফজলে করিম চৌধুরী।
৫। চট্টগ্রাম-৭ : মোহাম্মদ হাছান মাহমুদ।
৬। চট্টগ্রাম-১০ : মো. আফছারুল আমীন।
৭। চট্টগ্রাম-১১ : এম আবদুল লতিফ।
৮। চট্টগ্রাম-১২ : সামশুল হক চৌধুরী।
৯। চট্টগ্রাম-১৩ : সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
১০। চট্টগ্রাম-১৪ : নজরুল ইসলাম।
১১। চট্টগ্রাম-১৫ : অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
১২। চট্টগ্রাম-১৬ : মোস্তাফিজুর রহমান চৌধুরী।