অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিক আবু সুফিয়ান

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক চট্টলার প্রধান সম্পাদক ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান আজ ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সিডনিতে আগামীকাল ২৭ এপ্রিল অনুষ্ঠেয় ‘২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে তিনি অংশ নেবেন। এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

তিন দিনের এ সফরে সাংবাদিক আবু সুফিয়ান আরো বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন

সাংবাদিক আবু সুফিয়ান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কৃতি সন্তান। প্রসঙ্গত, এর আগেও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ইন্দোনেশিয়া সফর করেন।