অসুস্ত নুরুল আবছার চৌধূরীকে দেখতে হাসপাতালে নদভী দম্পতী

গুরুতর অসুস্থ চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক,আলহাজ্ব নুরুল আবছার চৌধুরীকে চট্টগ্রাম ম্যক্স হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও তার সহধর্মীণি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, মিসেস রিজিয়া রেজা চৌধুরী। উল্লেখ্য বুধবার সন্ধ্যায় ব্রেন ষ্ট্রোক করলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন এ নেতা।
খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান সাংসদ, এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন।জানা যায় আজ রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
সাংসদ নদভী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এর সাথে ফোনে কথা বলে ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউটে আইসিইউও বিভাগে ভর্তির যাবতীয় ব্যবস্থা করে দেন ।