শেষ ষোলোতে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এমন হারের পর ক্রিষ্টিয়ানো রোনালদোকে নিয়ে জোর গুঞ্জন; জাতীয় দলকে বিদায় বলে দেবেন পর্তুগিজ অধিনায়ক! রোনালদো অবশ্য ভিন্নভাবেই ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। তার মতে, ‘ভবিষ্যৎ নিয়ে ভাববার এখনো সময় হয়নি।’
শুধু তাকে নিয়েই নয়। রোনালদো মনে করেন দলের বিদায়ে কোনও খেলোয়াড়কে নিয়েই এমনটি ভাবা উচিত হবে না, ‘এমন অবস্থায় শুধু খেলোয়াড় কেন, কোচকে নিয়েও এমনটি ভাবা ঠিক হবে না।’
অথচ স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত দিয়েছিলেন সিআর সেভেন। নক আউটে এসে উরুগুয়ের বিপক্ষে হয়ে থাকলেন নিষ্প্রভ। তারপরেও এ দল নিয়ে আশাবাদী রোনালদো, ‘আমি এখনও এই দল নিয়ে আশাবাদী। তারা এক সময় বিশ্বের অন্যতম সেরা একটি দলে পরিণত হবে। আমাদের দলের সবাই খুব উচ্চাকাঙ্ক্ষী। পর্তুগালের লোকজনকে তারা গর্বিত করতে চায়।’
দলের হার নিয়ে মূল্যায়ন করেছেন রোনালদো। তার কাছে মনে হয়েছে শেষ ষোলোর ফলাফল বাজে হলেও উরুগুয়ের সঙ্গে তারা ভালো খেলেছে, ‘আজকের রাত থেকে হয়তো ভালো কিছু পাইনি। তবে আমি পুরো টুর্নামেন্ট উপভোগ করেছি। আমরা ভালোভাবেই লড়াই করেছি।