কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সাবেক লায়ন্স জেলা গভর্ণর রূপম কিশোর বড়ুয়ার একমাত্র ছেলে অনিরুদ্ধ বড়ুয়ার স্মৃতি রক্ষায় ‘অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি বৃত্তি’ প্রবর্তন করা হয়।
সম্প্রতি ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁইয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনি স্মৃতি বৃত্তির চেক তুলে দেন।
এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে দ্বাদশ বিজ্ঞান বিভাগের মো. খোর্জাতুল ইসলাম চৌধুরী, দ্বাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের সানজিদা আক্তার রিপা, দ্বাদশ মানবিক বিভাগের শারমিন আক্তার সুবর্ণা এবং দ্বাদশ মানবিক বিভাগের সুরমা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মঈন উদ্দিন আহমদ এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মিরাজুর রহমান।