অনাথ শিশু কন্যাদের নিয়ে চট্টগ্রামে নেলসন ম্যান্ডেলা দিবস পালিত

নেলসন ম্যান্ডেলা ছিলেন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কন্ঠস্বর, স্বাধীনতা ও মানবাধিকার আন্দোলনের এক মহান পুরুষ। দক্ষিণ আফ্রিকায় স্বজাতির জন্য আন্দোলন করলেও তার মানবতাবাদী কর্ম ও ত্যাগের মহিমা সুমহান আদর্শ হয়ে সারা বিশ্বে আজ সব ধর্ম, বর্ণ ও জাতির মাঝ্ েবিরাজমান। এজন্য প্রতিবছর ১৮ জুলাই তার জন্মদিনে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো নেলসন ম্যান্ডেলা দিবস পালন করে। চট্টগ্রামে আজ দুপুরে ম্যান্ডেলা দিবস উপলক্ষে অনাথ শিশুকন্যা আশ্রয় কেন্দ্র উপলব্ধি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসালটেন্ট সোলায়মান আলম শেঠ। তিনি আরো বলেন মেন্ডেলা অসহায় মানুষ ও শিশুদের পাশে এসে দাড়াঁতেন। আজ ম্যান্ডেলা দিবসে এসব সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুকন্যাদের পাশে এসে তাদের সাহায্য করে দিবসটির সার্থকতা খুঁজে পাচ্ছি। তিনি ৬২ জনের এই অনাথ শিশুকন্যা আশ্রয় কেন্দ্রের জন্য মাসিক নিয়মিত অর্থ সাহায্য দেওয়ার ঘোষনা দেন। দক্ষিণ আফ্রিকা থেকে আপেল ও কমলা উপহার পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। এসময় উপস্থিত ছিলেন উপলব্ধির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শেখ ইজাবুর রহমান, ম্যানেজার শেলী রক্ষিত, ইনজিনিয়ার কাজী মাহমুদ সহ অন্যান্যরা।