কণ্ঠশিল্পী সালমার জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। বিশেষ এ দিনটি সাদামাটা ভাবেই পালন করছেন তিনি। অর্থাৎ জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করেননি সালমা। পরিবারের সঙ্গে সাধারণভাবে দিনটি কাটান এই গায়িকা। জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা গ্র্রহণ করলেন না, কারণ কী? উত্তরে সালমা বলেন, বিশেষ কোনো কারণ নেই। বাসায় আছি। সময় কেটে যাচ্ছে। খবর বাংলানিউজের।
বিশেষ এই দিনে জানতে চাই আপনার বিয়ে প্রসঙ্গে। মানে- বিয়ে করছেন কবে? এর উত্তরে হাসোজ্জ্বল কণ্ঠে সালমা বলেন, অচিরেই বিয়ে করবো। পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে। আমার পেশাকে সম্মান করবে এবং আমার কাজে হস্তক্ষেপ করবে না বরং উৎসাহ দেবে- এমন কাউকে বিয়ে করতে চাই। আর হুট করেই কিছু করতে চাই না। অনেক ভেবে-চিন্তেই এবার সিদ্ধান্ত নেবো। এদিকে সোমবার (১৪ জানুয়ারি) মুহিনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এটি ক্লোজআপ ওয়ানের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মিঙড অ্যালবামে থাকছে। এতে থাকছে ক্লোজআপ ওয়ানের সেরা দশজন শিল্পীর গান।