আন্তর্জাতিক এনজিও সংস্থা অক্সফাম’র টেলিমেডিসিন সেবায় কোভিড কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন লোহাগাড়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।
এখন থেকে সংস্থাটির করোনা ভাইরাস সম্পর্কিত টেলিমেডিসিন সেবা দেবেন তিনি।
ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, চিকিৎসক হিসেবে আমার কাজ সেবা প্রদান করা। গত ২-৩ মাস ধরে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। পরোক্ষভাবে টেলিমেডিসিন সেবা দিলেও কোন সংস্থার হয়ে এবারই প্রথম কাজ করছি।
উল্লেখ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া নাভানা গ্রুপের সহযোগিতায় চট্টগ্রাম প্রথম ফিল্ড হাসপাতাল চালু করেন।