মাইজভাণ্ডার দরবারে ওরস ২৩ জানুয়ারি

ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবারে সুফি সাধক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।

বুধবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

আগামি বুধবার (২৩ জানুয়ারি, ১০ মাঘ) দরবারে এ ওরস অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে : ১৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাকাত বিতরণ, ১৫ জানুয়ারি বিকেল ৩টায় বিবিরহাট এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে মহিলা মাহফিল, বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন’, ১৭ জানুয়ারি বেলা ১১টায় ট্রাস্টের বহদ্দারহাট ‘ডিউ উদয়ন’ মিলনায়তনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান, ১৮ জানুয়ারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে যুগপূর্তি উৎসব, ১৯ জানুয়ারি বিকেল ৪টায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘আধুনিক সমাজ গঠনে আলেমদের ভূমিকা ও গাউসুল আযম মাইজভাণ্ডারীর দর্শন’ শীর্ষক ওলামা সমাবেশ, ২০ জানুয়ারি র‌্যালি, ২২ জানুয়ারি এতিমখানায় খাবার সরবরাহ, ২৩ জানুয়ারি দেশের জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যসংবলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী ইত্যাদি।

লিখিত বক্তব্যে ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন বলেন, ‘অসাম্প্রদায়িক ধর্মনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণ’ এই প্রতিপাদ্যে এবারের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

ট্রাস্টের মিডিয়া উপদেষ্টা নাজিমুদ্দীন শ্যামল, প্রশাসনিক কর্মকর্তা তানভির হোসাইন, মো. নুরুল মোস্তফা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।