ফুটবলের পর কাবাডিতে বাংলাদেশের জয়

এশিয়া গেমসে বাংলাদেশের ফুটবলারদের সাফল্যের পর এবার জয়ে পেয়েছে পুরুষ কাবাডি দল। গতকাল রোববার প্রথমবারের মতো ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে লাল-সবুজরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। এবার থাইল্যান্ড কাবাডি দলকে হারিয়েছে বাংলাদেশ দল।
দু্ই গ্রুপে ভাগ হয়ে এশিয়াডের কাবাডিতে অংশ নিচ্ছে মোট ১২টি দল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২১-৫০ এ হারতে হয়েছিল বাংলাদেশকে। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৪-২২ ব্যবধানে হারিয়েছে কাবাডি দল।
গ্রুপের ওপর ম্যাচে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। পরের দিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিকেল চারটায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ কাবাডি দল
মো. করিম মাসুদ, মো. মুন্সি আসাদুজ্জামান, মো. শেখ আশরাফুল, জিয়াউর রহমান, মো. জাকির হোসেন, মো. সবুজ মিয়া, আনোয়ার হোসেন, মো. ফুয়াদ ফতিন, মো. রুহুল আমিন, হোসেন মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ আরিফ রব্বানী, মোহাম্মদ তুহিন তরফদার।