চট্টগ্রামে জেএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ চায় ১০৫৩১ শিক্ষার্থী

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পুনর্নিরীক্ষণ আবেদন করেছে ১০ হাজার ৫৩১ শিক্ষার্থী। আবেদনের প্রেক্ষিতে ১১টি বিষয়ে ২০ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে হবে বোর্ড কর্তৃপক্ষকে।
 
এবারও যথারীতি সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিতে। এ বিষয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৫৫টি। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে ২৯ জানুয়ারি।
 
৩০ ডিসেম্বর প্রকাশিত জেএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন। পরীক্ষায় অংশ নেয়া ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।
 
শিক্ষাবোর্ডের বেঁধে দেয়া ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণ আবেদন করেছে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান  জানান, ‘জেএসসির প্রকাশিত ফলাফলে যারা আশানুরূপ ফলাফল পায় নি নতুবা অকৃতকার্য হয়েছে, তারাই শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী পুনর্নিরীক্ষণ আবেদন করেছে। জেএসসির ১১টি বিষয়ে এবার ২০ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ১০ হাজার ৫৩১ জন শিক্ষার্থী। বোর্ড নির্ধারিত যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি।
 
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার জেএসসির পুনর্নিরীক্ষণ আবেদনে বাংলা ১ম পত্রে জমা পড়েছে ১ হাজার ২৮৭টি, বাংলা ২য় পত্রে ১ হাজার ২৮৭টি। ইংরেজি ১ম পত্রে জমা পড়েছে ৩ হাজার ৬৭৮টি ও ইংরেজী ২য় পত্রে ৩ হাজার ৬৭৮টি। গণিতে জমা পড়েছে ৪ হাজার ৫৫টি, ভুগোলে ২২২টি, ইসলাম ধর্মে ৭৬৯টি, হিন্দু ধর্মে ১৫৮টি, বৌদ্ধ ধর্মে ১৬, খ্রিষ্টান ধর্মে ২টি।
 
একইভাবে বিজ্ঞানে ৩ হাজার ১১৬টি, কৃষি শিক্ষায় ৮৬৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ২৭৮টি এবং আইসিটিতে ২০২টি আবেদন জমা পড়েছে।