এক ক্লিকেই জেনেনিন আজকের আবহাওয়ার খবর

আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রামও তার পাশোবর্তী অঞ্চলের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে উত্তর- পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশ হয়ে আসার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।